বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা কারিতাসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে গৈলা ইউনিয়নের পতিহার কারিতাস অফিস চত্তর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কারিতাস অফিসে এসে আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী। সভায় উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিবর্গ, যুবক-যুবতী, উন্নয়ন কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন কারিতাস বরিশাল অঞ্চলের মাঠ কর্মকর্তা (এসডিডিবি প্রকল্প) পল রায়।
সভায় বক্তারা প্রবীণদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্যের কথা তুলে ধরেন। তারা বলেন, “প্রবীণদের প্রতি আমাদের সময় দেওয়া, তাদের সাথে ঘোরাফেরা করা, তাদের চাহিদা অনুযায়ী খাবার দেওয়া উচিত। আমরা আর কোনো প্রবীণ বাবা-মাকে রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় দেখতে চাই না।”
প্রবীণ দিবসের তাৎপর্য এবং প্রতিপাদ্য নিয়ে বক্তব্য রাখেন গৌরনদী যীশুর পবিত্র হৃদয়ের গীর্জার পাল-পুরোহিত ফাদার জেরম রিংকু গোমেজ, সাংবাদিক এসএম ওমর আলী সানি, কারিতাস বরিশাল অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (ডিএম) সম্রাট সেরাও, আগৈলঝাড়া গৈলা ইউনিয়নের ফেরাম সভাপতি মি. স্তীফান গোমেজ এবং উন্নয়ন কমিটির সদস্য মি. রজমস প্রদীব রায়।