ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১:১৪
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে কাউন্সিলরসহ ২১ জনের কারাগারে প্রেরণ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগসহ তিনটি মামলায় বরিশাল সিটি করপোরেশনের অপসারিত নয়জন কাউন্সিলরসহ মোট ২১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ নির্দেশ দেন।

উচ্চ আদালতের চার সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার দশজন কাউন্সিলরসহ ২২ জন আসামি আদালতে হাজিরা দিতে আসেন। শারীরিক অসুস্থতার কারণে ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামজিদুল কবির বাবুকে জামিন দেওয়া হলেও বাকিদের কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানো সাবেক কাউন্সিলররা হলেন সামসুদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, কেফায়েত হোসেন রনি, খান মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন, আনোয়ারুল হোসেন রয়েল, এনামুল হক বাহার, হুমায়ুন কবির এবং জিয়াউল হক মাসুম।

বাদীপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানান, গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চ আদালতের আগাম জামিন থাকায় আসামিদের রিমান্ডে নেওয়ার জন্য পুলিশ আবেদন করেনি।

সব খবর