ঢাকা, শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি, সকাল ৮:১১
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে একদফা দাবিতে নার্সদের কর্মস্থলে কর্মবিরতি


নার্সিং ও মিডওয়াইফারি কেন্দ্রীয় সংস্কার পরিষদ ঘোষিত এক দফা দাবিতে বরিশাল মহানগর শাখা ও জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফারি কর্মীরা কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা এই কর্মবিরতিতে অংশ নেন। দাবি পূরণ না হলে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং পরে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মহানগর শাখার কর্মবিরতির সময় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের মহানগর শাখার আহ্বায়ক মো. আলী আজগর। সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব মো. শাহে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া গৌরনদী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির সময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স এমিলিয়া খাতুন। বক্তব্য রাখেন নার্স চিনু রানী বৈদ্য, মিডওয়াইফারি নুপুর খানমসহ অন্যান্যরা।

সব খবর