ঢাকা, সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:০৮
বাংলা বাংলা English English

সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত


“মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় প্রবীণদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে এসডিডিবি কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে গৈলা ইউনিয়নের পতিহার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্থানীয় মিশনে বৃক্ষরোপণ করা হয়। এরপর সংস্থার আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্যাথলিক চার্জের পাল পুরোহিত ফাদার জেরম রিংকু গোমেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব স্তিফান গোমেজ ও গৌরাঙ্গ বালা। ইউপি সদস্য সৈয়দ মনির হোসেন, মাঠ কর্মকর্তা পল রায় এবং কর্মসূচি কর্মকর্তা সম্রাট সেরাও সভায় বক্তব্য রাখেন। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

অন্যদিকে, কারিতাস এসডিডিবি প্রকল্পের উদ্যোগে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে আরেকটি র‌্যালি বের করা হয়। পরে ইউনিয়ন পরিষদ হলরুমে মাহিলাড়া প্রবীণ হিতৈষী ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বল। সাবেক অধ্যক্ষ মাওলানা সাহেব আলী, কারিতাস উন্নয়ন কমিটির সভাপতি মৃনাল কান্তি ঘোষ, সাবেক ইউপি সদস্য বিপ্লব বাবুল রায় এবং কারিতাসের ফিল্ড এনিমেটর সুনীল কুমার মল্লিক সভায় বক্তব্য রাখেন।

সব খবর