গৌরনদী উপজেলার সরিকল গ্রামে ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য বিদ্যুৎসংযোগ দিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে সেকান্দার শরীফ (৭০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত সেকান্দার ওই গ্রামের মৃত ইসমাইল শরীফের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, সেকান্দার ইঁদুর নিধনের জন্য সোমবার রাতে ধানক্ষেতে বিদ্যুৎসংযোগ দেন। তবে ভুলবশত বিদ্যুৎসংযোগ বন্ধ না করেই তিনি মঙ্গলবার দুপুরে ধানক্ষেতে যান, যার ফলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সরিকল তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আজাদ হোসেন জানান, এই ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।