ঢাকা, রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:৪০
বাংলা বাংলা English English

রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

লাকসামে সাবেক ছাত্রদল নেতা রকির গণসংবর্ধনা অনুষ্ঠিত


দৌলতগঞ্জ রেলস্টেশন মসজিদ মাঠে মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এবং বিএনপির প্রয়াত নেতা এসএম তাজুল ইসলাম খোকনের মাগফেরাত কামনায় গণ-মোনাজাত ও গণ-জমায়েত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা সাইমুন রহমান রকি ও যুবদল নেতা শাকিল। হাইকোর্ট থেকে জামিন নিয়ে সাবেক ছাত্রদল নেতা রকি লাকসামে আসায় তাকে ছাত্র-জনতা ও বিএনপির অঙ্গসংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট সৈকত, ফারুক হোসেনসহ লাকসাম ও মনোহরগঞ্জের যুবদল, ছাত্রদল এবং কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

সংবর্ধনা বক্তব্যে ছাত্রদল নেতা রকি বলেন, “আমরা লাকসাম-মনোহরগঞ্জে কোনো দলীয় বিভেদ দেখতে চাই না। আমরা সবাই মিলে বিএনপিকে শক্তিশালী করতে চাই। আমি নেতা হতে আসিনি, এসেছি সবাইকে একসঙ্গে দেখতে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে।”

সব খবর