ভোলার দৌলতখানের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির জন্য এক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এই জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় পাতার খালের মাছ ঘাটে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দিলীপ কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আনিছুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান, দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শম ফারুক এবং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান। এছাড়া স্থানীয় বিভিন্ন নেতা, কর্মকর্তা এবং জেলেদের প্রতিনিধি আবু জাফর দিদারও উপস্থিত ছিলেন।
দৌলতখান মৎস্য অধিদপ্তরের সিনিয়র অফিসার মাহফুজুর রহমান সভাটি সঞ্চালনা করেন, যেখানে মা ইলিশ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থাকার বিষয়ে জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।