ঢাকা, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১২:০৫
বাংলা বাংলা English English

শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি


পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সংস্কার পরিষদের উদ্যোগে মঙ্গলবার, ১ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অপসারণ করে, ওই পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের এক দফা দাবিতে তারা এই কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতির সময় সিনিয়র নার্স ফারজানা মুনমুন, ইনচার্জ মোসাম্মাৎ মেরিন, মোসাম্মৎ আফরোজা সুলতানা, শিপ্রা রানী ঘরামি ও শ্যামলী গাইন বক্তব্য রাখেন। ইনচার্জ মোসাম্মাৎ মেরিন জানান, কর্মবিরতির সময় জরুরি বিভাগ, ডেলিভারি বিভাগ, মুমূর্ষ রোগী এবং জরুরি সেবা কর্মসূচি কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন বলেন, “রোগীদের সেবা দেওয়া আমাদের অন্যতম প্রধান কাজ। আমরা কর্তৃপক্ষের কাছে ন্যায্য দাবিগুলো অবিলম্বে পূরণের আহ্বান জানাই এবং তা পূরণ হলে আমরা কৃতজ্ঞ থাকবো।”

সব খবর