ঢাকা, শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, বিকাল ৫:৫৮
বাংলা বাংলা English English

শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে ইউপি সদস্যকে হাতুড়ি দিয়ে মারধর


বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত দুইবারের ইউপি সদস্য মাসুদ ইসলাম মিলনকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে কথিত বিএনপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। হামলার পর থেকে গুরুতর আহত মিলন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং গোপনে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার সকালে মোবাইল ফোনে ইউপি সদস্য মিলন জানান, সোমবার বিকেলে নিজ ঘরের সামনে বসা অবস্থায় ছিলেন, হঠাৎ বিএনপি কর্মী আল-মামুন স্বপন, জুয়েল, মনির হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন সহযোগী এসে তার ওপর হামলা চালায়। এ সময় তারা তাকে বেধড়ক হাতুড়ি দিয়ে মারধর করে গুরুতর আহত করে। হামলাকারীরা দেশত্যাগের হুমকিও দেয়।

মিলন আরও বলেন, হামলার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, যার কারণে গোপনে চিকিৎসা নিতে হচ্ছে এবং থানায় অভিযোগ দিতেও সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সব খবর