ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:৩৬
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিসি’র অবৈধ নিয়োগ বাতিলে তৈরি হয়েছে জটিলতা


বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অপসারিত সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের প্রভাবে অবৈধভাবে নিয়োগ পাওয়া আর্কিটেক্ট এবং টাউন প্ল্যানার এখনও স্বপদে বহাল রয়েছেন, যা বিসিসির অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এই দুই কর্মকর্তাকে দ্রুত অপসারণের দাবি জানালেও বিসিসি কর্তৃপক্ষ তাদের নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই এবং নিয়োগ পরীক্ষা ছাড়াই তাদের দীর্ঘদিন ধরে স্বপদে রাখা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, এই দুই কর্মকর্তার দক্ষতা এবং প্লান অনুমোদন কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।

তথ্যানুযায়ী, গত ৫ আগস্ট মেয়র খোকন সেরনিয়াবাত আত্মগোপনে থাকাকালীনই ওই দুই কর্মকর্তার অবৈধ চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। সাধারণত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের ক্ষেত্রে অন্য শাখার মতামত না চাইলেও এই দুই কর্মকর্তার অবৈধ নিয়োগ বাতিলে প্রকৌশল বিভাগের মতামত চাওয়া হয়েছে, যা নতুন জটিলতা সৃষ্টি করেছে।

বিসিসি সূত্রে জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর টাউন প্ল্যানার ও আর্কিটেক্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। শত শত আবেদন জমা পড়লেও কোন ধরনের নিয়োগ পরীক্ষা না করে মেধার মূল্যায়ন ছাড়াই সৈয়দা তাবাসসুম ইসলামকে টাউন প্ল্যানার এবং সাইফুল ইসলাম লুশানকে আর্কিটেক্ট পদে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের পর থেকেই বিসিসির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

টাউন প্ল্যানার সৈয়দা তাবাসসুম ইসলাম এবং আর্কিটেক্ট সাইফুল ইসলাম লুশান উভয়েই বলেন, তাদের নিয়োগে পরীক্ষা নেওয়া হয়নি, যা তাদেরও বোধগম্য নয়। সৈয়দা তাবাসসুম ইসলাম বলেন, সাবেক সিও স্যার তাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, যার কারণে সিভি দেখে তাকে পারফেক্ট মনে হওয়ায় নিয়োগ দেওয়া হয়েছে।

বিসিসির প্রশাসক বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী জানান, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে মেয়র ছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তার (সিও) চুক্তির মেয়াদ বাড়ানোর ক্ষমতা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

সব খবর