ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ৯:৪২
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন


চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তেলবাহী জাহাজ ‘বাংলার জ্যোতি’তে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে নোঙর করা বিএসসি’র তেলবাহী জাহাজ ‘বাংলার জ্যোতি’তে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন জাহাজের ক্যাডেট সৌরভ সাহা, ফোরম্যান নুরুল ইসলাম, এবং ডেক ক্যাজুয়াল সদস্য হারুন।

নৌপরিবহন উপদেষ্টা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

সব খবর