ঢাকা, শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:২০
বাংলা বাংলা English English

শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় এক দফা দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন নার্সরা


এক দফা দাবিতে সাতক্ষীরা সদর হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন নার্সরা। আগামীকাল বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। তবে কর্মবিরতির আওতার বাইরে রয়েছে হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ ও সিসিইউর মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো, যেখানে নার্সরা দায়িত্ব পালন করছেন।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্থা পরিষদের জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে সদর হাসপাতালের দ্বিতীয় তলায় এই কর্মবিরতি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্থার পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়ক শিরিন সুলতানা, সদস্য সচিব চঞ্চলা রাণী, সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মরজিনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স আফিফা তাজরিমিন, তাপোসী মন্ডল, নাসরিন খালেদ, শাহিদা ইয়াসমিনসহ আরও অনেকে।

কর্মবিরতির সময় নার্সরা বলেন, “আমাদের এক দফা দাবি হলো, সেই সকল আমলাদের অপসারণ করে সেখানে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের নিয়োগ দিতে হবে। আমরা গত ৯ সেপ্টেম্বর থেকে এই দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবিগুলো এখনো মেনে নেওয়া হয়নি। তাই আজ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।”

সব খবর