খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সারা দেশের ন্যায় তেরখাদা উপজেলার প্রতিটি ইউনিয়নে ১লা অক্টোবর (মঙ্গলবার) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে সকাল ১০টায় প্রাণিসম্পদ দপ্তরের মিলনায়তনে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রিয়াংকর কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মারুফা বেগম লেলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সো. সাইদুজ্জামান, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ অমিত রায়সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিভিন্ন ইউনিয়নের মৎস্য খামারিরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রিয়ংকর কুন্ডু জানান, পহেলা অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মাঠ পর্যায়ে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে।