ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের রাসুল (সা.)-কে নিয়ে করা জঘন্য কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের সমর্থনের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে চিলমারী সরকারি কলেজ মোড়ে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিকেলে কলেজ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে রূপ নেয়। এ সময় বক্তারা মহানবীকে কটূক্তিকারীদের কঠোর শাস্তির দাবি জানান। বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ওয়াজকুরুনি রহমান, জিয়াউল ইসলাম, আশরাফুল ইসলাম, এনামুল হক, শাহ আলমসহ আরও অনেকে।