ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১:২৭
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশখালীতে রিক এনজিওর আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন


কক্সবাজার জেলার মহেশখালীতে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ।’ এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৮টায় মহেশখালীর রিক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় রিক কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় রিসোর্স ইন্টেগ্রেশন সেন্টার (রিক) এর মহেশখালী ও গোরকঘাটা শাখার ম্যানেজার মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের চট্টগ্রাম জোনের ব্যবস্থাপক দীপক কুমার দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশখালী ও গোরকঘাটা শাখার রিক এনজিও কর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রবীণ মুরব্বিরা।

উল্লেখ্য, ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯১ সাল থেকে এই দিনটি পৃথিবীর প্রতিটি দেশে প্রবীণ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সব খবর