ঢাকা, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৪৯
বাংলা বাংলা English English

শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের খালাস


নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর জেলা ও দায়রা জজ এবং বিশেষ আদালতের বিচারক আহসান তারেক এই রায় প্রদান করেন। তারেক রহমানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর তারেক রহমান লন্ডনে বসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ এবং ‘পাকবন্ধু’ বলে মন্তব্য করেন, যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এ কারণে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি বেগমগঞ্জ থানায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। পরে এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আইনজীবী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া আরও জানান, মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগে মামলার বাদী যুবলীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সব খবর