ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, রাত ২:৫৮
বাংলা বাংলা English English

বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে পুলিশের এসআই নিয়োগ বিজ্ঞপ্তি


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগের বিজ্ঞপ্তি কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রণালয় সভাকক্ষে ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা’ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “নতুন করে আনসার, পুলিশ এবং বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই, দুয়েক দিনের মধ্যেই সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

তিনি আরও জানান, বর্তমানে ১৮৭ জন পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি এবং এই সংখ্যা আর বাড়েনি। যারা নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করেননি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “এদেরকে আর পুলিশ বলা হবে না, বরং তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে।”

পুলিশ সংস্কার প্রসঙ্গে তিনি জানান, “পুলিশ সংস্কারের কাজ ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল। এই সংস্কারের কাজ আমি নিজে করছি না, বরং এর জন্য একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। কমিটি এই কাজ পরিচালনা করবে এবং আমাদের কাছে প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে সংস্কারের কাজ সম্পন্ন হবে।”

সব খবর