ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ৮:০৮
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে শাহজালাল বিমানবন্দর এলাকার আশপাশ ‘নীরব এলাকা’ ঘোষণা


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের দেড় কিলোমিটার এলাকা আজ থেকে ‘সাইলেন্ট জোন’ বা ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের উত্তর ও দক্ষিণ উভয় দিকে নির্ধারিত অঞ্চলটি স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত প্রসারিত হবে এবং এই অঞ্চলটি ‘নীরব এলাকা’ হিসেবে বিবেচিত হবে।

এর আগে, ২৯ সেপ্টেম্বর ডিএনসিসি এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছিল। বিমানবন্দরের আশপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬-এর বিধি-৪-এর সঙ্গে সঙ্গতি রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সব খবর