যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেনীতে স্নাতক হয়েছে ছাতকের ঐতিহ্যবাহি কাকুরা গ্রামের গুফরান আহমেদ। সে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, সাইবারসিকিউরিটি এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং-এ বিশেষায়িত হয়ে স্নাতক হয়েছে। ঐতিহ্যবাহি কাকুরা গ্রামের বিশিষ্ট মুরব্বি লাল মিয়া‘র ছেলে ও মাওলানা হারুন আহমদ এর ছোট ভাই গুফরান আহমেদ।
ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার ( ইউএইচ ) ইউনাইটেড কিংডমের হার্টফোর্ডশায়ারের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি মূলত হ্যাটফিল্ড , হার্টফোর্ডশায়ারে অবস্থিত। এর পূর্ববর্তী প্রতিষ্ঠান, হ্যাটফিল্ড টেকনিক্যাল কলেজ, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৫৯ সালে যুক্তরাজ্যের ২৫টি কলেজ অফ টেকনোলজির মধ্যে একটি হিসাবে চিহ্নিত হয়েছিল। ১৯৯২ সালে, হ্যাটফিল্ড পলিটেকনিককে ব্রিটিশ সরকার বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান করে এবং পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়। হার্টফোর্ডশায়ার। এটি ১৯৯২-এর পরের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি ।
এ বিষয়ে বাংলাদেশ সেন্ট্রাল অনলাইন প্রেসক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কাকুরা গ্রামের সন্তান সাংবাদিক শামীম আহমদ তালুকদার বলেন, আমাদের তরুনরা মেধাবী। প্রযুক্তিভিত্তিক শিক্ষার মাধ্যমে তারা আরও মেধাবী হয়ে গড়ে উঠছে। আজকে যারা শিক্ষার্থী, আগামী দিনে তারাই দেশটাকে গড়ে তুলবে। আজকের মেধাবীরা আগামীর পথ প্রদর্শক’। তিনি আরো বলেন, এই মেধাবীরাই আগামী প্রজন্মকে নিজের জ্ঞানের আলোয় আলোকিত করবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে এই প্রত্যাশা। স্নেহস্পদ ছোট ভাই গুফরান আহমেদকে নিয়ে আমরা নিজেদেরকে গর্বিত এবং ধন্য মনে করছি। তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করি।