ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:২৮
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যোগদান না করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা এখনও যোগদান করেনি, তারা আর পুলিশ হিসেবে গণ্য হবে না। তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হবে। ইতোমধ্যে আনসার, পুলিশ এবং বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

কতজন পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি, সে প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ১৮৭ জনের মতো সদস্য এখনও যোগদান করেননি। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ বাহিনী সংস্কারের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, পুলিশ সংস্কারের কাজ ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এই কাজটি বিশেষ একটি কমিটি করছে এবং তারা আমাদের কাছে প্রতিবেদন দেবে, সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কার কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়াও পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে এবং ধীরে ধীরে আরও উন্নত হবে। শান্তিচুক্তির পরও কিছু গ্রুপ অস্ত্র জমা দেয়নি এবং বাইরে থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মাজার দরগাহের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সব খবর