বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে সোমবার (৩০ সেপ্টেম্বর) নিষ্পত্তিকৃত সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করতে হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন।
হোসনে আরা শিখা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে সোমবার চেক ক্লিয়ারিং প্রক্রিয়ায় সমস্যার মুখোমুখি হতে হয়েছে, যার ফলে ওই দিনের চেকগুলো ক্লিয়ার করা সম্ভব হয়নি। সমস্যার সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের কারিগরি টিম ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং আশা করা হচ্ছে শিগগিরই সমস্যার সমাধান হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, সোমবার রাত ৯টায় সার্ভারে ত্রুটি শনাক্ত হয়। রাত ২টা পর্যন্ত সমাধানের চেষ্টা চালানো হলেও সমাধান সম্ভব না হওয়ায় সোমবারের নিষ্পত্তিকৃত সব চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়েছে।