রাজধানীর গুলশানের একটি চায়ের দোকানে মো. রফিক (৬২) ও মো. সাব্বির (১৬) নামে দুজনকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে দোকানের এক অজ্ঞাত কর্মচারীকে খুঁজছে পুলিশ। তাদের বিশ্বাস, সেই কর্মচারীর সন্ধান পাওয়া গেলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।
এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করেছেন নিহত মো. রফিকের ছেলে বাপ্পী। পুলিশ সূত্রে জানা যায়, চায়ের দোকানটির মালিক ছিলেন রফিক এবং সাব্বির সেখানে কর্মচারী হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে দোকানে নতুন এক কর্মচারী নিয়োগ করা হয়েছিল। ঘটনার পর থেকে ওই নতুন কর্মচারী পলাতক রয়েছে, যা পুলিশের সন্দেহকে আরও জোরালো করেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ নিবিড়ভাবে কাজ করছে এবং সন্দেহভাজন নতুন কর্মচারীসহ এ ঘটনার সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করতে পারলেই হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে মনে করছেন তিনি।
ওসি আরও জানান, গুলশান-২ এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাঁড়ালো অস্ত্র দিয়ে তাদের গলায় আঘাত করে হত্যা করা হয়েছে।