ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১২:৫৬
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার উপরে, নিম্নাঞ্চলে বন্যার প্রভাব


উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় নতুন করে বৃষ্টি হয়নি, তারপরও নদীর পানির স্তর বেড়েছে। কাউনিয়া পয়েন্টে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। হঠাৎ করে পানি বৃদ্ধির ফলে নদী ভাঙন ও ফসল ক্ষতির শঙ্কায় রয়েছে স্থানীয়রা।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃষ্টি ও উজানের ঢলে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সব নদ-নদীতে পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। এর ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বসতবাড়ি ও রাস্তাঘাটে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া ফসলি জমিতে পানি উঠে আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলাসহ বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, বর্তমানে তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা কমার সম্ভাবনা রয়েছে। রংপুরের কাউনিয়ায় পানি বাড়লেও লালমনিরহাটের তিস্তা ব্যারাজে পানি একই অনুপাতে বাড়েনি।

সব খবর