ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ৮:০৩
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হাইকোর্টের নির্দেশ: এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা জমা দিতে হবে


এহাইকোর্টের আদেশ: এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা জমা দিতে নির্দেশ

হাইকোর্ট এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের সব সম্পদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য আইন সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া, এস আলম গ্রুপ ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছে এবং বিদেশে কত টাকা পাচার করেছে, সে বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানার জন্য আদালত রুল জারি করেছেন।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর এস আলম গ্রুপ, গ্রুপের শেয়ারহোল্ডার পরিচালক এবং তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল এবং এসব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট দায়ের করা হয়। জনস্বার্থে এই রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রুকুনুজ্জামান।

সব খবর