ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ৯:৪৯
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান


কক্সবাজারের মহেশখালীতে সরকারী জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত হোয়ানক ইউনিয়নের ধলঘাটপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজবীর হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন নৌ-বাহিনী, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোরকঘাটা-কালামারছড়া সড়কের পূর্বপাশে আনছারুল করিম নামে এক ব্যক্তি, যার নামে ৪৮৫ নং খতিয়ানে ০.৪ শতক জমি আছে, তিনি প্রধান সড়কের পশ্চিমে সরকারি জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণ করছিলেন। ভ্রাম্যমাণ আদালত অভিযানে গিয়ে নির্মাণাধীন পাকা স্থাপনাটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।

অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজবীর হোসেন বলেন, ধলঘাটপাড়ায় সরকারি জমি দখল করে পানিরছড়া গ্রামের আনছারুল করিম পাকা স্থাপনা নির্মাণ করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে। নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নিতে এবং ভবিষ্যতে সরকারি জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

সব খবর