ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ২:১০
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকিংসহ তিনটি খাতের সংস্কারে বিশ্বব্যাংক ও আইএফসি’র সহায়তা


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জ্বালানি খাত ও ব্যাংকিং খাতের সংস্কারে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক ও আইএফসি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, আজ বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) প্রতিনিধিরা এসেছিলেন। বিশ্বব্যাংক কীভাবে সহায়তা করবে তা নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। আজ তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক খাত ও জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।

আইএফসির বিনিয়োগ সম্পর্কে ড. সালেহউদ্দিন বলেন, তারা সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগের উপায় নিয়ে আলোচনা করেছে। কারিগরি ও আর্থিক সহায়তা সম্পর্কেও আলোচনা হয়েছে। আগামী অক্টোবরে আমি তাদের সভায় গেলে এ বিষয়ে আবার আলোচনা হবে।

তিনি আরও বলেন, সবমিলিয়ে তারা আমাদের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে আমাদের কিছু কাজ করতে হবে এবং তাদের কিছু শর্তও পূরণ করতে হবে।

কত টাকা সহায়তা দেবে সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, এখনই আমি পরিমাণের বিষয়ে কিছু বলব না। প্রতিটি দাতা সংস্থা এবং অন্যান্য দাতারা কী পরিমাণ সহায়তা দেবে তা পরে আপনাদের জানানো হবে। যথাসময়ে জানাব কোন দাতা কী সহায়তা দিয়েছে, তবে এখন না।

এ বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রার্সেস; ট্রেড, ইনভেস্টমেন্ট ও প্রতিযোগিতামূলকতার গ্লোবাল ডিরেক্টর মোনা হাদ্দাদ; বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক; অপারেশন ম্যানেজার গেইল মার্টিন; প্র্যাকটিস ম্যানেজার গাবি জর্জ আফ্রাম; প্রোগ্রাম লিডার সোলাইমানে কুলিবালি; আইএফসি’র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ইমাদ ফাখৌরি; প্রধান ঝুঁকি কর্মকর্তা বিবেক পাঠক; বাংলাদেশের সিনিয়র কান্ট্রি অফিসার কাজী ফারহান জহির এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের ম্যানেজার উইলফ্রেড টেমেগনন।

সব খবর