ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, ভোর ৫:৩৩
বাংলা বাংলা English English

বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রিমান্ড শেষে রংপুরের কারাগারে প্রেরিত হলেন আওয়ামী লীগের নেতা


রংপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মণ্ডলকে দুইবারের ১১ দিনের রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল মিয়া ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

এ সময় আসামিপক্ষের লিগ্যাল এইডের আইনজীবী জামিনের আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রংপুরের বিচারক আসাদুজ্জামান ১ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ করে হাজিরার দিন ধার্য করেন এবং আসামি তুষার কান্তি মণ্ডলকে রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আদালত তুষার কান্তি মণ্ডলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যায় ৭ দিনের এবং কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

তুষার কান্তি মণ্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। তার নামে রংপুর আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ১১টি মামলা রয়েছে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই তিনি আত্মগোপন করেন।

এরপর, ১৭ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ সিপিসি-২ ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সব খবর