পিরোজপুরের কাউখালীতে ৩১ লাখ টাকায় নির্মিত সেতু স্থানীয় মানুষের জন্য কোন উপকারে আসছে না, বরং তাদেরকে বিপদের সম্মুখীন করছে। উপজেলা চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১৮-১৯ অর্থবছরে গ্রামীণ রাস্তায় জিবগা-সাতুরিয়া জয়েনাল হাওলাদারের বাড়ির সামনে পশ্চিমপাড়ের খালের উপর ১৫ মিটার সেতু নির্মাণ করা হয়, যার মোট খরচ ছিল ৩০ লাখ ৯৩ হাজার ৯৫ টাকা। কাজটি সম্পন্ন করে উপজেলায় মেসার্স আমিন ব্রাদার্স। স্থানীয়দের অভিযোগ, ছোট খালের উপরে নির্মিত উঁচু সেতুটির কারণে দুই পাশে হাজার হাজার মানুষের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। তাদের মতে, এই ছোট খালে কোনও স্টিমার বা জাহাজ চলাচল সম্ভব নয়। ইউপি সদস্য ফোরকান হোসেন জানান, খালের উপরে উঁচু সেতু নির্মাণের কোনো প্রয়োজন ছিল না। সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্মিত সেতু জনগণের জন্য কোন সুবিধা নিয়ে আসেনি। সেতুর উপর দিয়ে কোনও যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের সেতু পার হওয়া অত্যন্ত কঠিন এবং দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সংবাদকর্মী ও এলাকাবাসী মাসুম বিল্লাহ বলেন, পরিকল্পনা ছাড়া কাজ করলে জনগণের দুর্ভোগ হবে এবং সরকারের লক্ষ লক্ষ টাকা অপচয় হচ্ছে। এ বিষয়ে চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু বলেন, প্রায় ৩২ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত এই সেতু জনগণের কাজে আসছে না, আমি উপজেলা প্রকল্প কর্মকর্তার কাছে আবেদন করেছি যাতে সেতুটি জনগণের চলাচলের উপযোগী করা হয়। কাউখালী উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন জানান, আমার সময়ে এই সেতুটি নির্মিত হয়নি। আমি এখানে অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর সেতুটি সম্পর্কে জানলাম এবং চলাচলের উপযোগী করার চেষ্টা করছি।