ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ৩:৫৮
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

উম্মে কুলসুম চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত


নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এস,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম সাথী চট্টগ্রাম বিভাগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বসুরহাট এস,এস প্রাথমিক বিদ্যালয়ের সূত্রে এই খবর জানানো হয়। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিনি এই সম্মাননা গ্রহণ করবেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উম্মে কুলসুম সাথী বলেন, “এমন একটি স্বীকৃতি আমার কাজের প্রতি অনুপ্রেরণা ও দায়িত্ববোধকে বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও এটা ব্যতিক্রম নয়। এই স্বীকৃতি আমাকে আগামীতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি আমার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ, যারা সবসময় আমাকে আন্তরিক সহায়তা ও প্রেরণা দিয়েছেন।”

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.টি.এম এহসানুল হক চৌধুরী বলেন, “এটি প্রথমবারের মতো শ্রেষ্ঠ গুণী শিক্ষক ক্যাটাগরিতে শিক্ষকদের পুরস্কৃত করার ব্যবস্থা চালু করা হয়েছে। প্রথমবারেই শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে সাথী নির্বাচিত হয়েছেন। শিক্ষা ও নৈতিকতা প্রসারে এই সম্মাননা তার শিক্ষা জীবনে আরও সাফল্য বয়ে আনবে বলে আমি আশা করছি।”

উল্লেখ্য, ২০১৯-২০২২ সালে কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন উম্মে কুলসুম সাথী। পরে ২০২৪ সালে তিনি চট্টগ্রাম বিভাগ থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সব খবর