ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, দুপুর ১:০৬
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

**মতিহারে রাবি শিক্ষার্থীর গলায় চাকু ধরে ছিনতাই; দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ**


মতিহারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গলায় চাকু ধরে ব্যাগ ও অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করার চেষ্টা করার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনগণ। এরপর তারা তাদের গণধোলাই দিয়ে মতিহার থানার পুলিশের হাতে তুলে দেয়।
শনিবার রাত ৯টার দিকে মহানগরীর মতিহার থানার নর্দান মোড়ে এই ঘটনা ঘটে।
আটককৃতদের মধ্যে একজন হলো মোঃ মুন্না (২৫), যিনি বোয়ালিয়া থানার খরবোনা (কেদুর মোড়) এলাকার মোঃ দুলালের ছেলে এবং অপরজন মোঃ হাসিবুল ইসলাম হাসিব (২৩), যিনি একই থানার খরবোনা নদীরধার এলাকার মোঃ হাসান আলীর ছেলে।
ভুক্তভোগী রাবি শিক্ষার্থী মনিরা আক্তার (২৩) রাবির সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, এবং তিনি বেগম খালেদা জিয়া হলে বসবাস করেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মনিরা আক্তার অটোরিকশায় রাবিতে ফিরছিলেন। ওই সময় মুন্না ও হাসিব নামে দুই ছিনতাইকারী নর্দান মোড়ে রিকশাটি থামিয়ে শিক্ষার্থীর গলায় চাকু ধরে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারা তাকে ভয় দেখিয়ে বলেন, “হইচই করলে প্রাণে মেরে ফেলবো।” এরপর তারা পালানোর চেষ্টা করলে ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলে স্থানীয় জনগণ তাদের ধাওয়া করে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সব খবর