ঢাকা, বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি, সকাল ১১:৪৫
বাংলা বাংলা English English

বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এবার হিজবুল্লাহর গোয়েন্দা প্রধানকেও হত্যার দাবি করল ইসরাইল


এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের প্রধান হাসান ইয়াসিনকেও হত্যা করার দাবি করেছে ইসরাইলি দখলদার বাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

শুক্রবার সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন বলে জানায় হিজবুল্লাহ।

যদিও জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে শনিবার বৈরুতের দাহিহ জেলায় হামলা চালিয়ে তারা হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের প্রধান হাসান খলিল ইয়াসিনকে হত্যা করেছে।

আইডিএফ আরও জানিয়েছে, ইয়াসিন উত্তর সীমান্তে এবং ইসরাইলি ভূখণ্ডের ভেতরের বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু সনাক্তকরণ বিষয়ক বিভাগের প্রধান ছিলেন।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিতের কয়েক ঘণ্টা পরে বৈরুতে এ হামলার কথা জানায় আইডিএফ।

সব খবর