ঢাকা, রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৭:১৯
বাংলা বাংলা English English

রবিবার, ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত ১৭


দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় কেপ প্রদেশের লুসিকিস্কি গ্রামের দুটি আলাদা বাড়িতে শুক্রবার বন্দুকধারীরা এই হামলা চালায়।

এতে আরও বলা হয়, প্রায় বছরখানেক আগে খুন হওয়া মা ও মেয়ের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা ওই বাড়িতে জড়ো হয়েছিল। অনুষ্ঠানের জন্য বিভিন্ন জিনিস এবং উপহার প্যাকিং করা হচ্ছিল। সে সময়ই বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি করে।

বন্দুকধারীরা প্রথম বাড়িতে হামলা চালিয়ে ১৩ জন এবং অপর বাড়িতে চারজনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে ১৫ জন নারী ও দুইজন পুরুষ।

দক্ষিণ আফ্রিকার পুলিশ বলছে, হামলার পর ওই গ্রামের বাসিন্দারা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। জড়িতদের গ্রেপ্তারে তারা তল্লাশি অভিযান চালানো হচ্ছে। হামলার মূল উদ্দেশ্য জানা যায়নি।

উল্লেখ্য, ছয় কোটির জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় বিশ্বের সবচেয়ে মানুষ হতাকাণ্ডের শিকার হয়। সেখানে প্রতি বছর প্রায় ২০ হাজার খুনের ঘটনা ঘটে।

সব খবর