২৮ সেপ্টেম্বর, ২০২৪: অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে তোলা ছবি ব্যবহার করে যদি কেউ কোন ধরনের তদ্বির ও চাঁদাবাজির চেষ্টা করে সাথে সাথে তাকে পুলিশে সোপর্দসহ মামলা দায়েরের জন্য বলা হয়েছে।
আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, ‘আমি সরকারে আসার আগে এবং এর পরে বহু মানুষ আমার সঙ্গে ছবি তুলতে রিকুয়েস্ট করেছে। অনেকে ছবি তুলেছেন। সরকারে আসার আগে এমনও হয়েছে অনেক প্রোগ্রামে গিয়েছি ছবি তুলেছে। এখন আমাকে কয়েকজন জানিয়েছে কেউ কেউ ছবি দেখিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। আবার কেউ কেউ বিভিন্ন কথা বলে নাকি চাঁদা আদায়ের চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি, কিন্তু সত্য মিথ্যা জানি না। আমি এর তীব্র প্রতিবাদ করছি।’
তিনি বলেন, ‘যারা এ সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে, আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেবেন। কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি কোনো ধরনের চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাকে পুলিশে ধরিয়ে দিয়ে মামলা করবেন।’
আসিফ নজরুল আরও বলেন, ‘মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন। আমার বন্ধুদের পেজে পাঠিয়ে দেবেন। আমি চেষ্টা করবো এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আমি বা সরকারের কেউ কোনোরকম অবৈধ কাজকে প্রশ্রয় দেবো না। এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন তাদের আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের সাথে কোনো অন্যায় করবেন না।’
তিনি বলেন, আমাদের কারোও নাম ব্যবহার করবেন না। আমাদের নামে কোনো চাঁদাবাজি বা কোনো হুমকি-ধামকি দেয়া থেকে বিরত থাকবেন। জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।