ভোলার চরফ্যাশন বাজার চাল আড়ৎদার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার। নির্বাচনে আগামী ৩ বছরের জন্য সমিতির সভাপতি মেসার্স রতন ট্রেডার্স এর প্রোপাইটার মো. আফসারুল ইসলাম হারুন , সাধারণ সম্পাদক মেসার্স মামুন ট্রেডার্স এর প্রোপাইটার মো. মামুন মিয়া ও সাংগঠনিক সম্পাদক মেসার্স এ এন কে ট্রেডার্স এর প্রোপাইটার জহরলাল সাহা নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৪) সকালে সমিতির পক্ষে দাপ্তরিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ কয়েক বছর যাবৎ বৃহৎ চরফ্যাশন বাজার (চাল) আড়ৎদার ব্যবসায়ী সমিতির কোন কার্যকারী কমিটি না থাকায় গত ২২ সেপ্টেম্বর এক জরুরী সভার মাধ্যমে সমিতির নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এরই ধারাবাহিকতায় একই সভায় সকল সদস্যের
উপস্থিতি ও সমর্থনে মেসার্স ইসরাত ট্রেডার্স এর প্রোপাইটার আলহাজ্ব ফারুক মিয়াকে প্রধান করে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সে কমিটি গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সমিতির কার্যালয়ে সদস্যদের স্বাক্ষরিত ভোটের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য চরফ্যাশন বাজার (চাল)আড়ৎদার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করেন।
কোষাধ্যক্ষ মেসার্স সমীর ট্রেডার্স এর প্রোপাইটার শ্রী সমীর চন্দ্র সাহ ও কার্যকরী সদস্য মেসার্স বাবুল ট্রেডার্স এর প্রোপাইটার মো. বাবুল তালুকদার, মেসার্স হাসনাইন ট্রেডার্স এর প্রোপাইটার মো. হাসনাইন সহ ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।