ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:৩৭
বাংলা বাংলা English English

মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেলান্দহ মুক্ত স্কাউট গ্রুপের একযুগ পূর্তি উৎসব


জামালপুরের মেলান্দহে নানান আয়োজনের মধ্য দিয়ে মুক্ত স্কাউট গ্রুপের একযুগ পূর্তি উৎসব সফল ভাবে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে যথাসাধ্য চেষ্টা করা, সদা প্রস্তুত সেবা শ্লোগানে শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) উপজেলার রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় মাঠে এ উৎসবের পাশাপাশি রিপোর্টিং, দীক্ষা অনুষ্ঠান ও ডে ক্যাম্পও অনুষ্ঠিত হয়েছে।

এরপর বিকাল সাড়ে-তিনটা দিকে আমন্ত্রিত অতিথি ও স্কাউট সদস্যের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয় মাঠে এসে শেষে। এরপর ১ যুগ পূর্তিতে কেক কাটা, মূল্যায়ন, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
পরিশেষে মেলান্দহ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশার সভাপতিত্বে ও সম্পাদক হাসান আলীর সঞ্চালনায় এক আলোচনাসভা ও মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা রোভারদের উদ্দেশে দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ স্কাউটস মেলান্দহ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাবেয়া ইসলাম আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী দিদার পাশা।
এছাড়াও উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহন তালুকদার, কমিনুল ইসলাম, হারুন ওর রশিদ, জাকির হোসাইন, নুরনবী। মাদারগঞ্জ উপজেলা স্কাউটসের সম্পাদক তৌহিদুজ্জামান, মেলান্দহ উপজেলা স্কাউট সহকারী কমিশনার আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মইন উদ্দিন, উপজেলা কাব লিডার লিডার মতিউর রহমান, মেলান্দহ মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মেহেদী হাসান, উপজেলা স্কাউট লিডার রফিকুল ইসলাম, মেলান্দহ উপজেলা স্কাউটের সহযোজিত সদস্য জাহিদ হাসান শেখ, শাকিল খান, রাজু আহম্মেদসহ নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সব খবর