বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের বিষেশ অভিযানে ৪টি গরু ও ১টি পিকআপ সহ ২ জন গরু চোর গ্রেফতার হয়েছে। গত শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) বিকেল সারে ৫ টার সময় বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর মালতিনগর এলাকার মৃত আব্দুল মাজেদের ছেলে জাহিদুল ইসলাম এবং শাজাহানপুর উপজেলার হেলেঞ্চাপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে বজলুর রশিদ। শনিবার দুপুর ১২টার সময় আসামীদের বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, তারিকুল ইসলাম বলেন, পূর্বের গরু চুরি মামলায় বগুড়ার ধুনট এলাকায় অভিযান চালায় নন্দীগ্রাম থানা পুলিশ। অভিযানে দুই গরুচোর কে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট হইতে ৪টি চোরাই গরু এবং গরু চুরি কাজে ব্যবহৃত ১টি পিকআপ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বগুড়া কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।