সপ্রতি ভারতীয় পুরোহিত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করা ও উক্ত কটুক্তিকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঝালকাঠির ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জুম্মার নামাজ শেষে এ কর্মসূচি পালন করেন।
মুসল্লিরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে় বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ‘দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা’, ‘মোদির দালালেরা, হুঁশিয়ার সাবধানে’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘বিশ্ব নবীর দুশনমনেরা, হুশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সাঃ) সম্পর্কে অশালীন মন্তব্য কোনো ধর্মপ্রাণ মুসলমানই মেনে নিতে পারে না।
অন্তর্বতীকালীন সরকারের কাছে অনুরোধ রাখেন, কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে. ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মেও উপর বারবার আঘাত করতে পারে না।
হিন্দু স¤প্রদায়়েরর সদস্যদের বারবার এ ধরনের কটূক্তির ঘটনার নিন্দা জানান। কটূক্তিকারী রামগিরি মহারাজ ও সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। অন্যথায় ইমানদার মুসলমানরা বিশ্বজুড়ে় প্রতিবাদের আগুন জ্বালাবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় বক্তারা আরো বলেন, ভারত আমাদের আগস্টে বন্যার মধ্যে রেখে অমানুষের পরিচয় দিয়েছি। এখন তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বর্বর জাতি হিসেবে প্রমান রেখেছে। ভারতের পুরোহিত ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করেছে। বিজেপি সরকার তা সমর্থন দিয়েছে। যেটা একটা সভ্য জাতির পক্ষে সম্ভব না। যুগে যুগে রাসুলের নামে মিথ্যাচার করেছিল পরবর্তীতে তাদের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি অথচ রাসুলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়েছে।