রাজধানীর ভাটারা সাইদ নগর থেকে ছিনতাইকারী দের কবলে ঢাকা উত্তরা ১২ নাম্বার সেক্টর স্পেশালাইজ হাসপাতালের নার্স সাবিনা (২৮) নামক এক জনকে ছিনতাই করে নিয়ে তার ব্যবহারিক জিনিসপত্র মোবাইল গলার চেইন কানের দুল হাতের আংটি ও নগদ টাকা। এ ঘটনা ঘটে গত রোজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে, সাবিনা জানান তিনি ঢাকার স্পেশালাইজ হাসপাতাল থেকে নাইট ডিউটি শেষে সকাল ৮ টার দিকে উত্তরা আজীমপুর থেকে ভিক্টোরিয়া নামক একটি বাসে উঠে গুলশান নতুন বাজার স্টেশনে নামার সময় দুই জন ছিনতাইকারীদের সাথে ধাক্কা লাগে একজনের হাতে বেন্ডেজ করা ছিল এই টুকু মনে আছে পরে নামার পরে তাদের সাথে আমি হেটে সাইদ নগরের সামনে গিয়ে আমার ব্যবহারিক জিনিসপত্র তাদের হাতে দিয়ে দিই। তবে আমার ধারনা তারা আমাকে কোন স্প্রেরে দিয়ে আমাকে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে, এদিকে এই ঘটনার পুরো সিসিটিভি দেখা যায় ছিনতাইকারীদের প্রকাশ্যে হেটে গিয়ে গলির ভিতরে গিয়ে তাদের মিশন শেষ করে ওখান থেকে পালিয়ে। এদিকে এই ঘটনায় সাবিনা দুরত্ব ভাটারা থানায় একটি সাধারণ অভিযোগ দিলে অফিসার ইনচার্জ মাজারুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে মামলা নেওয়ার কথা জানান পাশাপাশি ছিনতাইকারীদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করে গ্রেপ্তার করে অতিদ্রুত আইনের আওতায় নিয়ে আশা হবে।