পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার ২৭ সেপ্টেম্বর বিকেলে কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, ঢাকা পঙ্গু হাসপাতালের হাড়জোড়া ও পঙ্গু রোগ বিশেষজ্ঞ কেন্দ্রীয় বিএনপি নেতা প্রাক্তন অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাভলু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী থানায় সদ্য যোগদান কৃত অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন, বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাভলু, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ, ডাঃ মেহেদী সৃজন। এ সময় বিএনপি’র কেন্দ্রীয় নেতা ডাক্তার রফিকুল কবির লাভলু বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা ফ্রি চিকিৎসা দিতে পারেনি। এখন থেকে বিএনপির উদ্যোগে আমরা কাউখালীতে প্রতি মাসে একবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা দিতে চেষ্টা করব।