নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ অক্টোবর ২০২৪ হতে সুপারশপে এবং ১ নভেম্বর হতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হবে মর্মে পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন – পলিপ্রপাইলিন শপিং ব্যাগের উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বন্ধে অংশীজনের অংশগ্রহণে কুড়িগ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন, ইয়ুথনেট ফোরাম ফর ক্লাইমেট জাস্টিস, গ্রীন ইকো ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলা যুব ফোরাম , পলাশবাড়ী কৃষি যুব পাঠাগার , বেলগাছা ইউনিয়ন যুব সংগঠনসহ বিভিন্ন পরিবেশবাদী সেচ্ছাসেবী সদস্যগণ উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।
সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ অক্টোবর ২০২৪ হতে সুপারশপে এবং ১ নভেম্বর হতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হবে মর্মে সকলকে অবহিত করেন ও প্রচারণাসহ সকল সরকারি কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।