পটুয়াখালী জেলার ২৪ টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের (বুধবার) সকাল ১০ টা: শিক্ষক- কর্মচারী পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন , পটুয়াখালী ও মির্জাগঞ্জ উপজেলা কমিটির নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের উপদেষ্টা
(মোসা: শামিয়া )
অধ্যক্ষ,
উদয়ন ভাষা শহীদ আ: জব্বার মেমোরিয়াল কলেজ।
দেউলি, মির্জাগঞ্জ।
পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ উপজেলা কমিটির নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের উপদেষ্টা
(জনাব মো: ফারুক ইকবাল)
অধ্যক্ষ,
মজিদবাড়ীয়া কলেজ।
আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ উপজেলা কমিটির নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি
(জনাব খন্দকার মনোয়ার হাসান)
প্রধান শিক্ষক
মিয়া বাড়ী মাধ্যমিক বিদ্যালয়।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, নন এমপিও স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরীর শিক্ষক- মন্ডলী ও কর্মচারী বৃন্দ।
তারা বলেন, আমরা ছাত্র -ছাত্রী দের ভালো ভাবে পাঠদান করে শতভাগ ফলাফল বয়ে আনলেও আমাদের শিক্ষক, কর্মচারিরা মানবেতর জীসরকারেরবন যাপন করছে। অন্তর্বতীকালিন প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আমরা জোর দাবী জানাচ্ছি। তিনি আমাদের বিষয় টি বিবেচনা করে প্রতিষ্ঠান গুলি এমপিও করার লক্ষে খুব দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবেন।