ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৫৮
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ভালুকায় শিক্ষকদের মানববন্ধন-


১০ম গ্রেড দাবি নয়, আমাদের অধিকার এ স্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদের সামন প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

এসময় ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোছাঃ আশরাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সিনিয়র গোলাম ফারুক, গোলাম মোস্তফা রুবেল, মো. হাবিবুর রহমান, হাফিজ উদ্দিন,ফেরদৌস, রমজান আলী, আফতাব উদ্দিন, জসিম উদ্দিন ও আনোয়ারুল হক দিলীপ, মোস্তাক আহাম্মেদ, পলাশ প্রমুখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সব খবর