পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ উপজেলার দক্ষিণ বাজারের দুইটি খাবার হোটেলে পঁচা বাসি খাবার বিক্রি ও শিয়ালকাটি ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজারে দুইটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্য পণ্য রাখার অভিযোগে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। অভিযানের নেতৃত্ব দেন পিরোজপুর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সেনেটারী ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি বিশেষ টিম।