ঢাকা, শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:২২
বাংলা বাংলা English English

শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এক দিনের জন্য বিমানের টিকিটে ১৫ শতাংশ ছাড়


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিভিন্ন রুটের টিকিটে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভ্যন্তরীণ সব রুটের যাত্রীরা শুক্রবার যেকোনো দিনের টিকিট ক্রয়ের ক্ষেত্রে মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া বিমান বাংলাদেশের আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকিট কিনলেও মিলবে এ ছাড়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব রুটের যাত্রীরা শিডিউলে থাকা যেকোনো দিনের টিকিট ২৭ সেপ্টেম্বর ক্রয় করলে এই মূল্যছাড় পাবেন। বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.biman-airlines.com থেকে টিকিট ক্রয় করলে এই ছাড় পাওয়া যাবে।
ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIMANWTD24 ব্যবহার করতে হবে।

 

সব খবর