ঢাকা, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৩৫
বাংলা বাংলা English English

শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের সাক্ষাৎ


নিউইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ সময় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান।

বৈঠকে ন্যায়বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়।

এ সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান।

সব খবর