কাঁঠালিয়া সংবাদদাতা
অবিবাহিত নারীর নাম দিয়ে মাতৃত্বকালীন ভাতার টাকা উত্তোলন, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও গ্রামীণ অবকাঠামো সংস্কারসহ, কাবিখা, বিভিন্ন প্রকল্পের নামমাত্র কাজ করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ, ভুয়া রেজুলেশন করে ইউপি উন্নয়ন সহায়তা খাতে প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের মাহমুদুল হক নাহিদ সিকদারের বিরুদ্ধে।
কাঁঠালিয়া উপজেলায় ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সিকদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
অবিবাহিত নারীর নাম দিয়ে মাতৃত্বকালীন ভাতার টাকা উত্তোলন, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ‘টিআর’ ও গ্রামীণ অবকাঠামো সংস্কারসহ ‘কাবিখা’ বিভিন্ন প্রকল্পের নামমাত্র কাজ করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ, ভুয়া রেজুলেশন করে ইউপি উন্নয়ন সহায়তা খাতে প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে তিন লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।
এ ছাড়া ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির তালিকাভুক্ত শ্রমিকদের কাছে ১০ থেকে ১৫ হাজার টাকা উৎকোচ দাবি করেন বলে জানান শ্রমিকরা। টাকা দিতে না পারায় অনেক শ্রমিককে বাদ দেয়া হয় ওই কর্মসূচি থেকে।
চেয়ারম্যানের এসব অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ” সাবেক উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ প্রদান করেন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। এর আগেও ওই চেয়ারম্যানের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা।