ঢাকা, শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, ভোর ৫:১৫
বাংলা বাংলা English English
শিরোনাম:
১১ অক্টোবর ২০২৪: আজকের নামাজের সময়সূচি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার দায়িত্ব সবার: ধর্ম উপদেষ্টা মহাসপ্তমী উদযাপন: আজ অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপণ্যের দামে আগুন, সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটে সাধারণ মানুষ ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা ২০০-এর দোরগোড়ায়, আক্রান্ত ছাড়িয়েছে ৪০ হাজার টাইগ্রেসদের সেমিফাইনালের স্বপ্নভঙ্গ টানা দুই হারে পূজায় কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: আইজিপি ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস: তাপমাত্রা স্থিতিশীল, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সেনাপ্রধানের সঙ্গে বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন

১১ অক্টোবর ২০২৪: আজকের নামাজের সময়সূচি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার দায়িত্ব সবার: ধর্ম উপদেষ্টা মহাসপ্তমী উদযাপন: আজ অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত নিত্যপণ্যের দামে আগুন, সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটে সাধারণ মানুষ ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা ২০০-এর দোরগোড়ায়, আক্রান্ত ছাড়িয়েছে ৪০ হাজার টাইগ্রেসদের সেমিফাইনালের স্বপ্নভঙ্গ টানা দুই হারে পূজায় কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: আইজিপি ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস: তাপমাত্রা স্থিতিশীল, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সেনাপ্রধানের সঙ্গে বুদ্ধিস্ট ফেডারেশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জেলা প্রশাসক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন
শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ


একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
 
 

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রাফিক্স চিত্রে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম

 

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
 
এর আগে, সবশেষ গত ২৪ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯১ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে।
 
 
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৫ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৬ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।
 
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি বিক্রি হচ্ছে ১ হাজার ২৮৩ টাকায়।
 
সব খবর