ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:৩৮
বাংলা বাংলা English English

রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়াত রুহুল আমিন গাজী গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন লড়াই করেছেন : নাহিদ ইসলাম


২৫ সেপ্টেম্বর, ২০২ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রয়াত রুহুল আমিন গাজী গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন লড়াই করেছেন।
আজ জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীর নামাজে জানাজায় অংশ নিয়ে তিনিএসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, রুহুল আমিন গাজীর মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাঁর পরিবার ও সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে গণমাধ্যমের উন্নয়নে রুহুল আমিন গাজীর পরামর্শ প্রয়োজন ছিল, কিন্তু তার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তাঁর পরামর্শ থেকে বঞ্চিত হলাম।
উপদেষ্টা বলেন, গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যমের জন্য রুহুল আমিন গাজী যে লড়াই করে গেছেন আমরা সে পথ অনুসরণ করব। সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবো। গণমাধ্যমকেও ফ্যাসিবাদ মুক্ত রাখবো।
জানাজায় সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সব খবর