রাজশাহী মহানগরীতে বিতর্কীত সাংবাদিক ছোটনের বিরুদ্ধে এক নারী সাংবাদিক বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
বুধবার (১০ জুলাই) দিনগত রাত ১:৩৫ টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় এই মামলাটি দায়ের করেন। ওই নারী সাংবাদিকের নাম: তাসমিরা তাবাসসুম (২৬), তিনি মহানগরীর চন্দ্রিমা থানার (জামালপুর), পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা। বিডি নিউজ ৯৯৯ এ রাজশাহী মহানগর প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি।
অপরদিকে, মামলার আসামী সুজাউদ্দিন ছোটন (৫৫), তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মৃত আনসার আলীর ছেলে। তিনি এটিএন বাংলার সাংবাদিক।
মামলার বরাত দিয়ে জানা যায়, বিডি নিউজ ৯৯৯ অনলাইন নিউজ পোর্টালে ছোটনের বিরুদ্ধে নানা অপকর্ম ও সরকার বিরোধী আলোচনার একটি ভিডিও প্রকাশিত হয়। ছোটনের ধারণা ওই নিউজটির প্রকাশনায় সাথে সাংবাদিক তাসমিরা তাবাসসুম জড়িত। নিউজটি সম্পর্কে জানার জন্য ছোটন বুধবার রাত সাড়ে ৯টায় বোয়ালিয়া থানাধীন শিরোইল কাঁচা বাজারস্থ “এটিএন বাংলা” অফিসে তাবাসসুমকে ডাকে। সে তার অফিসে গেলে ছোটন কৌশলে অফিসের সাথে করিডোরে নিয়ে নারী সাংবাদিক তাবাসসুমকে বলে, তুমি ওই নিউজ গুলো করেছিলে ? সে অস্বিকার করলে ছোটন মিথ্যা মামলা করা-সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে তাবাসসুমকে। একপর্যায়ে ছোটন জোরপূর্বক তাবাসসুমকে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে জড়িয়ে ধরে এবং একাকিত্বের সুযোগে তাবাসসুমের জামার মধ্যে হাত ঢুকিয়ে স্পর্শকাতর স্থানে দেয় নারী সাংবাদিকের। জোরাজোরির একপর্যায়ে তাবাসসুমের জামার বুকের সামনের উপরের অংশ কিছুটা ছিঁড়ে যায়। নিজেকে রক্ষা করতে পারলেও ছোটনের হাতের আঙ্গুলের আঘাতের ফলে তার নাভির উপর অংশে ছিলাফোলা কালশিরা জখম হয়। ওই সময় নারী সাংবাদিক চিৎকার ছোটনকে জোরে ধাক্কা দিয়ে অফিসের করিডোর থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে আসে।
এ ঘটনায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী (২০০৩) এর ১০ ধারায় একটি এজাহার দায়ের করেন নারী সাংবাদিক তাবাসসুম। মামলা নং-২১, তারিখ-১১/০৭/২০২৪।
এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, জোরপূর্বক জড়িয়ে ধরা এবং নারী সাংবাদিকের জামার মধ্যে হাত ঢুকিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয়ার অভিযোগ এনে সাংবাদিক ছোটনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন নারী সাংবাদিক তাবাসসুম।
মামলাটি তদন্ত চলছে। তদন্ত শেষে সঠিক ঘটনা জানা যাবে বলেও জানান ওসি।