বিশিষ্ট সমাজসেবক ও শালিশ ব্যক্তিত্ব, নূতন বাজার হাই স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন পরিষদ(প্রবাসী) আহবায়ক কমিটির অন্যতম সদস্য, যুক্তরাষ্ট্রের জালালাবাদ সোসাইটি বাফেল ইন্কের প্রতিষ্টাকালীন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ট্রেজারার, শাপলা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এসআরডিএস) এর নির্বাহী পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসি সাজ্জাদুর রহমান যুক্তরাজ্য আগমন উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় যুক্তরাজ্যের লন্ডনস্থ্য মাইক্রো বিজনেস সেন্টারে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য বসবাসরত ছাতক উপজেলাবাসীর আয়োজনে অনুষ্টিত সংবর্ধনা সভায় সভাপতিত্ত করেন বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আইয়ুব আলী খাঁন।
সাবেক ছাত্রনেতা জাকির হোসেন সেলিমের সঞ্চালনায়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেট লন্ডনের স্পিকার সাইফ উদ্দিন খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস এর সাবেক ডেপুটি মেয়র আব্দুস শহীদ, কমিউনিটি নেতা সৈয়দ আবুল কাশেম, সাবেক কাউন্সিলর আহবাব আহমেদ, কাউন্সিলর ইকবাল হোসেন, কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর লিলু মিয়া তালুকদার,কমিউনিটি নেতা আলতাফুর রহমান মুজাহিদ,সানাওর আলী কয়েস, সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস আনিসুজ্জামান আজাদ।
সভায় বক্তব্য রাখেন গবিন্দগন্জ সৈদেরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, কমিউনিটি নেতা আওলাদ আলী রেজা, আমীর আলী,শরিফ উল্লাহ তালুকদার,মোঃ আব্দুল মতিন,মুজিবুর রহমান বাহার,মাছুম জামান,হেলাল আহমেদ,আবু হেলাল,আলীম উদ্দিন,সাইফুল ইসলাম সুফিয়ান,মুহেল রহমান প্রমুখ।
সংবর্ধিত অতিথি সাজ্জাদুর রহমান উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন আপনারা আমাকে যে সম্মান প্রদর্শন করলেন তা অভূতপূর্ব। আমি আপনাদের ভালোবাসার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।
প্রধান অতিথি সাইফ উদ্দিন খালেদ সংবর্ধিত অতিথির ভূয়সী প্রশংসা করেন ও সবাইকে ধন্যবাদ জানান।
সভার শেষে উপস্থিত সবাই কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি আলহাজ্ব আয়ুব আলী খাঁন সভার সমাপ্তি ঘোষণা করেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।